Mon 20 October 2025
Cluster Coding Blog

অণুগল্পে বিজন মণ্ডল

maro news
অণুগল্পে বিজন মণ্ডল

মা আসছে

প্রত্যেকটা দিন শুরুর আগে, সুন্দর একটা ভোর আসে । কিন্তু, আজকের ভোরটা বাকী ভোর গুলো থেকে একদম আলাদা । নরম আলোয় মাখা একটা সুন্দর ভোর । মায়ের আগমনের বার্তা নিয়ে আসে এই ভোর ।
কুয়াশার চাদরে ঢাকা কাশফুলের বনে, বাতাসের স্পর্শ শারদীয়ার গন্ধ ভাসিয়ে নিয়ে আসে । পেঁজা তুলোর মতো মেঘ আর দূরে রেডিও থেকে ভেসে আসে চণ্ডী পাঠের সুর । সব কিছু বলে যায়, মা আসছে । মা আসছে ।
উমা আসছে মেনকার ঘরে । মেয়ের আসার অপেক্ষায় মা মেনকা খুব উতলা । মেয়ে এসে মায়ের ঘর ভরিয়ে দেবে । শিউলি ফুল বিছিয়ে দিয়েছে মেয়ের আসার পথে ।
সমস্ত খারাপ গুলোকে মুছে দিতে মা আসছে । আবার ঘরে ঘরে সুখ শান্তি ফিরিয়ে দিতে মা আসছে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register