একটা আপেলের থেকে আর একটা আপেলের দূরত্ব
কখনো বাড়ে না, সমান দূরত্বেই তারা নিজেদের স্থায়িত্ব
বজায় রাখে, যেন- বা কোনো একটা কাচের পাত্রে
তাদের বসিয়ে রাখা হয়েছে, একটা আপেলের থেকে
আর- একটা আপেলের দূরত্ব কখনো বাড়ে না, শুধু
আরো ভরাট হয়ে ওঠে, হয়ে ওঠে
আরো- আরো লাবণ্যময়।
0 Comments.