তোমার কোলে জন্ম আমার,
তোমার দেওয়া খাই ;
তোমাকে ছেড়ে আমি মাগো
কোথাও নাহি যাই।
যাবো না কেনো তোমারই
সে পিঠে, তোমার বুকেই,
অনেক করেছি দামাল পোনা
কতো অন্যায় করেছি মা,
হাতেতে সে যাবে না গোনা!
মা বলেই সয়ে গেছো তুমি
বকা দাওনি, যাওনি রেগে,
মারোনি তো একটাও চড়;
প্রবল গতিতে এসে বেগে!
তোমার ফুলে, তোমার ফলে,
হৃদয়টা মোর মিশিয়ে নিলাম ;
নয়ন বারি মোর ছুঁইয়ে দিয়ে
তোমার রাঙা চরণ দুটিকে
আজ নিজে সাজিয়ে দিলাম।।
আমি হার
কি হয়েছে, কি খুঁজছো মা,
অস্থির হয়ে কেনো দাঁড়িয়ে?
দেখনা বাবা, হার ছড়াটি ;
তোর দেওয়া, গেলো হারিয়ে!
কে বলেছে, তোমার হার?
দিয়ে ছিলেম যেটা আমি,
এমন হার কতো সহস্র আছে,
এখন কেড়ে নিয়েছি আমি!
আমাকে তুমি চেয়েছিলে,
চাওনি তো আর কিছু!
এখন তুমি দৌড়াচ্ছো কেনো,
ধরে সে মায়ার পিছু ?
হার কি তোমার আদৌ ছিলো,
করছো যেটাকে দাবি ;
আমার হাতের পুতুল তুমি,
কেনো নির্বোধ হচ্ছো ভাবি?
আসোনি তুমি কিছু নিয়ে,
তাই যাবে খালি হাতে ;
ওসব তুমি খুঁজোনা মা,
আমাকে হারাবে যাতে!
তোমার গলায় যেটা ছিলো,
আজ অন্যে দিয়েছি আমি ;
যাচাই করি সম্পদ দিয়ে,
তা ভুলতে বসেছো তুমি!
সে কারণে নকল হার টি,
নিয়েছি আমি কেড়ে ;
তোমায় আমি হারাতে চাইনা ;
তোমায় যেতে দেবনা হেরে!
0 Comments.