ছায়া খুঁজে পাবো ব'লে মানুষের কাছাকাছি যাই
নাহলে আয়নার কাছে গেলে
প্রতিবিম্ব খেলা খেলে কাটানো যেত দিন।
মানুষের ব্যর্থ কোলাহলে
বেড়ে যায় বেলা
সীমিত রোদের সব দিন
দেখি প্রায় সকলেই বাঁচে ছায়াহীন।
স্থির ছায়া, গান পাবো বলে
মানুষের কাছাকাছি যাই।
দূষণ এতই বেশি সহজেই জ্বালা ধরে বুকে
প্রচুর মানুষ দেখি পথে
তাদের নিকট ক'রে, ছায়া পাবো ভাবি
দেখি ছায়া নেই, নেই গান
সকলেই দ্রুতবেগে শুধু ধাবমান।
0 Comments.