Mon 20 October 2025
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

১| দিয়াগো

হাততালি থেমে গেলে পাতা গুলি ঝরে যায় খুব তখন অংকের ক্লাস জানালায় বসেছে শরত নিজে নিজে - উঁকি দেয় সাদাকালো টিভি উঁকি দেয় পুরোনো বন্ধুরা মনে পড়ে কেউ কেউ রাজকুমার মাঝে মাঝে ভূগোল কাঁপায় , মনে পড়ে খুব মনে পড়ে I

২| কবিতা

জলস্তম্ভের মতো ফেটে যায় সজল বিশ্বাস দুএকটি মৃত্যুনাম লিখে ফেলে কেউ কেউ , কবি কথায় কথায় ভারী হয় রাত কোনদিন কোন পূণ্য কুড়োতে পারিনি কোনদিন কোন পাপ মেখেও দেখিনি এরকমই নির্বেদ গুলি অস্থির করে সারারাত এও এক চতুর্থ শ্লোক , যার কোন আলো নেই হেঁটে গেলে একা একা খুব ফিরে আসে গোটা বনপথ আলো নেই অন্ধকারও নেই এ কেমন প্রবল নির্বাণ জলস্তম্ভের মতো ফেটে যায় চুরি করা সুখ আর কিছু নিজেরই নির্মাণ I
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register