অবিশ্বাসের চামড়ায়
কেমন গুটিসুটি রাত নেমে আসে
চোখ দেখে সাজানো স্বপ্নের নয়ছয়
ইন্তেজার, এক জীবনোত্তর পদ্ধতি
আমার অঙ্গ নয়, মন জুড়ে বসে আছে ক্ষয়
রুবাইয়াতে সুর স্নেহ আর যত
প্রেম, সব ঢেলে উপুড় করেছি
তারপর গণ্ডুষে এক আকাশ উপেক্ষা
কাটাছেঁড়া রিলেশন, নিজে বেসামাল
ব্লকলিস্ট ভীড় ঠেলে উঁকি দিলে মন
শিখে নেয় নির্বাসন, অপমান হজমের হালহকিকত
প্রেমের পরমায়ু একপক্ষ কাল
অবহেলা অহল্যা
মরেও মরে না
0 Comments.