Sun 19 October 2025
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় সুদীপ্তা

maro news
সাতে পাঁচে কবিতায় সুদীপ্তা

দুঃখের সুখ

ধরো,  পরজন্ম বলে যদি কোন বাহানা না থাকে
যদি এই মুহূর্ত তোমার আমার শেষ দেখা হয়
তোমাকে লেখা যদি এটাই আমার শেষ কবিতা হয়
তবুও কি তুমি অপেক্ষা করবে,,,
ইতিহাসের পাতা থেকে ভূগোলের মানচিত্র যদি সবটুকু বদলে যায় আকবর যদি অস্ত্র ফেলে দিয়ে তুলে নেন কবিতার খাতা তবুও কি তুমি সুর বাঁধবে,,,,,
আবারো কি স্বপ্ন দেখবে সাদা কাফেনে মোরা আমি আর
আমার পাশে তুমি,,,,
নানা তোমাকে  আর কষ্টের কথা বলব না কষ্ট পেতেও দেব না
তার চেয়ে চলো আমরা স্বপ্ন রাজ্যে ভাসি যেখানে চাঁদের উপর তারারা ভায়োলিন বাজায় মেঘ এসে ঢেকে দেয় আমাদের অর্ধনগ্ন শরীর আলো আঁধারির খেলায় আমরা ভাসতে থাকি,,,,
তবে যদি কখনো বাস্তবে আছড়ে পড়তে হয়,,, কতখানি ব্যথা লাগবে আমি বলতে পারব না
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register