- 7
- 0
তরুচ্ছায়াময় শান্ত দিঘিটাকে সাক্ষী রেখে আমার হাত ধরে সরু মেঠো পথ ধরে অনেকখানি পথ হেঁটেছিল সে আমার সাথে। কত কথা হয়েছিল কে জানে? তবু হেঁটেছিলাম আমরা অনেকখানি পথ। নাহ কোন কথা দেয়নি সে আমায়। কথা দেয়নি যে ঐভাবেই সে চিরটাকাল আমার হাত ধরে থাকবে। আমিও ঐটুকুকেই সব পেয়েছি ভেবেই আগলে রেখেছি আজও। আড়াল করেছি তাকে ঐটুকু নির্যাসকেই সাথে নিয়ে আরামে কাটাবো রাতের শেষ সীমানা অবদি। অবসন্ন ক্লান্তির দিনগুলো মুছে দেবে ঐ এক টুকরো স্মৃতি। যা এসেছিল প্রতারনা রূপে নয়। ভালবাসা রূপে। কৃষ্ণপক্ষ পেরিয়ে একফালি চাঁদের জোছনা মেখে।
0 Comments.