কবিতায় গীতালি ঘোষ
অপরূপ
বাঁশি, তুমি এমন সুরে বেজো না আর....
আমার প্রাণের গোপন তারে
আঘাত হানে, ব্যাকুল টানে
আমার হৃদয় আকুল হয়ে যায়, ভেসে যায়
কোন যেন এক দূরান্তরে।
শ্যামল মাটি, রুক্ষ এ পথ,
বৃষ্টি ভেজা কাঁটার সারি...
কোনো বাধাই আমার কাছে আগল সে নয়!
মন চলে যায় বাঁশির সুরের
মাতাল করা আকর্ষণে!
জীবনের সব অর্থ যেন
প্রাণহীন এক অন্ধকারের কূপের থেকে
বেরোতে চায়... আলোর পথে।
বাঁশি আমায় ঘরছাড়া এক আকুল টানে
টানতে থাকে,
না জানি কোন কুঞ্জবনে,
বংশীধারীর প্রাণের প'রে...
0 Comments.