কবিতায় সমীর সরকার
মোম ছেড়ে
কথা বলতে চাওয়াটা প্রাদেশিক হতে পারে
হতে পারে মাপা ভেষজ নিঃসরণ
প্রাকৃতিক দৈর্ঘ্য যদি বলো
ভাবি কাঁচ ভাঙলে কোন ভাবে আদর করে
যদিও আমাদের পুরোনো রসিদ পোড়ানো হয় না
রূপোলি ছেড়ে তরল মাথা বেরিয়ে এলে
শব্দচোরা চোখ শুষে নেয় বোবা তারিখ।
0 Comments.