Sat 01 November 2025
Cluster Coding Blog

সম্পাদকীয় কলম

maro news
সম্পাদকীয় কলম

না লেখার ইতিহাস

"জীবনের সেরা সময়টা আমি কবিতা না-লিখে কাটিয়েছি। আমার যদি সত্যই কোন ইতিহাস থাকে সেটা আমার না-লেখার ইতিহাস।" এই কথাগুলো লিখেছেন আমাদের সকলের পছন্দের কবি ভাস্কর চক্রবর্তী। নিজের জীবনের অনেক কথাই তিনি তাঁর কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। সরল, সহজ ভাষায় লেখা তাঁর কবিতাগুলোর মধ্যে দিয়ে মধ্যবিত্ত পরিবারের জীবনের রূপ দেখতে পাওয়া যায়। মৃত্যুর আগ পর্যন্ত লেখালেখি করেছিলেন। ৪০ বছর লেখালেখি করার পরেও তাঁর নিজের মনে হয়েছিল তাঁর জীবনের সব থেকে বড় ইতিহাস হল তাঁর না লেখার সময়গুলো। এই রকম সময় অনেক কবি-লেখকদের জীবনে আসে। পরিস্থিতি স্বাভাবিক হলেও কবি-লেখকদের কলমে সেই লেখার ছন্দটা থাকে না। কবিতা-গল্প আসে মন থেকে। জোর করে লিখতে বসলেই কোন কিছু একটা হয়ত রচনা করা হবে কিন্তু সেই রচিত কবিতা-গল্পের মধ্যে প্রাণ থাকবে না যা পাঠকদের মুগ্ধ করবে। তাই কবি-লেখকদের উদ্দেশ্যে এই কথা জানানো যে এমন অল্প কিংবা দীর্ঘ সময় ধরে না লেখার ঘটনা যদি নিজেদের জীবনে ঘটে থাকে তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন আপনার সৃজন-ক্ষমতা আপনারই মধ্যে আছে, কোথাও হারিয়ে যায়নি। শুধু কিছু সময়ের জন্য বিরতিতে আছে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবুজ বাসিন্দা
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register