কবিতায় সমরেশ চৌধুরী
নিঃস্ব শ্রাবণ
বিরহ প্রেম বেদনার রঙ স্যাঁতসেঁতে চিলেকোঠা
মেঘের ঘনঘটা
উঁকি দিয়ে যায় সদ্য ফোটা কলমিলতা
অচল সংলাপ সিক্ত নয়নতারা
দমকা হাওয়ায় মল্লার
সুর ওষ্ঠে বৃষ্টি ফোঁটা
আগুন তখন জল পোয়াতি নিঃস্ব জলধারা
বিরহ শ্রাবণ একলা রতি
বৃষ্টি দিশেহারা
0 Comments.