Thu 30 October 2025
Cluster Coding Blog

অণুগল্পে ঈলিনা মিত্র

maro news
অণুগল্পে ঈলিনা মিত্র

পরাগ

মাথাটা রোজ আজকাল ধরছে। কারণটা অনেক ভেবে বুঝেছে মুক্তা। অনেকদিন যোগাযোগ নেই পরাগের সঙ্গে। বৃষ্টির ঠিক পরে পরে যেমন মনটার ভেতর থেকে সব সোঁদা গন্ধগুলো ঠেলে বেরিয়ে আসতে চায় তেমনি আজকাল তার কিছু অদ্ভুত ইচ্ছে ভর করে। মনে হয় এই বুঝি আসবে একটা তুমুল বৃষ্টি আর ভিজিয়ে দেবে সব স্মৃতি। তারপর গোধূলি আলো ফুটিয়ে ডেকে নেবে তাকে এক নতুন মুক্তাকে কিন্তু এগুলো তো সব তার কল্পনা। তাই প্রাণপণে নিজেকে বোঝাতে থাকে ভুলতে হবে তাকে সব দুপুরগুলোর কথা সব বিকেলগুলো যখন আড়মোড়া ভেঙে জেগে উঠত সে তার ওই গোধূলি বেলার নাম পরাগ পরাগ বোস। এখনো কি ভাবছ ... যখন তখন চমকে উঠত সে। গলায় আশ্চর্য আকুতি আদর যেন রামধনুর সাত রঙে মোড়া। কিছু ভাবি না তো!

ভাবি ঠিক কোথায় কতদূর যেতে পারি আমরা।

কতদূর !!!! এখনো বোঝো না তুমি। রোজ যখন চিলটা ওড়ে ওই নীল আকাশে ঠিক যেন দেখতে পাই ওখানে তোমায়।

কি দেখ??

দেখি না .. বুঝতে পারি আকাশটা আমি আর চিলটা তুমি।

কি সুন্দর, এরকম সত্যি? আসলে প্রেম তো তাই আমাদের আকাশ

এই বলে পরাগ থামত। মুক্তা দেখত আস্তে আস্তে তার সামনে বসে থাকা পরাগ বদলে যাচ্ছে একটা ঘন নীলে জমাট ওই নীলে মিশে যেতে চাইত মুক্তা। ঠিক তখনই পরাগকে আবার দেখতে পেত .. মেঘ জমত ... কালোর নানান শেড ... পরাগ পরাগ।

ঠান্ডা একটা স্পর্শ তারপর নেমে আসে ঠোঁটে। সারা জীবনের কাঙ্ক্ষিত ভালবাসা এখন তার ঠোঁট জুড়ে ছুঁয়ে থাকে। ভয় করে তার, ভালও লাগে। নীল কালোর মধ্যে কেমন ভালোবাসারা নিজেদের পরখ করতে করতে পরাগ মাখায়। তার রেশ এখনো টের পায় মুক্তার মনে হয় না হারিয়ে যায়নি তো পরাগ দিয়ে গেছে এক অদ্ভুত উপহার তার নীল যেখানে ইচ্ছে মত মুক্তার কালোরা তাদের ঝরাতে পারে। এইভাবে থাকুক স্বপ্ন আর বাস্তবের মিথ্যে এক সেতুর মত এই জেগে থাকার নাম একমাত্র পরাগ আর কিছু নয় কিছু নয় ...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register