কবিতায় শ্রাবণী গুপ্ত
পাইনবনের রাত
এভাবেই রাত্রি কাটে...
জানলার কাচে জাগে অলস দিনের কথকতা,
ঝিঁ ঝিঁ ডাক, অঝোরধারার অনুদান
পশ্চিমে ঢলেছে সূর্য,
সেই ফাঁকে— অনেক আলোর কথা বনফুলে সেজে,
আমার ঘুমের পাশে বসে
বলে—
এতো ঘুম বুঝি ভালো!
আমি জাগি, জেগে থাকি
অচেনা শহরে
একা,
বেশ নৈসর্গিক একা...
0 Comments.