কবিতায় পূর্বা মাইতি
কবিতা আমার
কিছু কবিতা খাতার পাতায়, কিছু কবিতা ফেসবুক --
কিছু কবিতা হোয়াটসঅ্য|প, কিছুর আবছা মুখ।
কিছু কবিতা বালিশ চাপা, কিছু পেরোয় চৌকাঠ...
কিছু কবিতা আব্দার করে, সন্ধে নামার মাঠ
কিছু কবিতা চিঠির ভেতর,পোস্ট হয়ে গেছে কোথাও...
কিছু কবিতা কেউ জানে না,ডাউন লোকালে উধাও...
কিছু কবিতা ফিরে এসেছে, মনোনয়ন হয়নি ...
কিছু কবিতা উপহারের, মোড়ক খোলাও হয়নি ...
কিছু কবিতা প্রেমের, শুষেছে প্রেমটুকু ...
কিছু কবিতা পেয়ারা ভাগের, কাঠুবেড়ালি-খুকুর
কিছু কবিতা সাঁতরে গেছে, বানভাসিদের সাথে
কিছু কবিতা পশমিনা, শীতের কলকাতাতে !
কিছু কবিতা সলমাজরি, আঁচলঘেরা রূপটানে
কিছু কবিতা ঝিলের জলে
বালির চরে জ্যোৎস্না টানে ...
কিছু কবিতা আর কবিতা নেই
গান হয়ে বাজে কণ্ঠে ...
কিছু কবিতা প্রতিবাদী
তাই কুয়াশায় গেছে আটকে ,তাই কুয়াশায়...
0 Comments.