Wed 29 October 2025
Cluster Coding Blog

সম্পাদকীয় কলম

maro news
সম্পাদকীয় কলম

শুভ জন্মদিন, ঋতু

১৯৬৩ সালের ঠিক আজকের দিনে বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। তিনি দেশের জনগণকে একের পর সেরা চলচ্চিত্র উপহার দিয়ে গিয়েছেন। তিনি বাংলার চলচ্চিত্রের ভাবধারায় বিশেষ পরিবর্তন এনেছিলেন। সত্যজিৎ রায়ের অনুরাগী ছিলেন এবং ১২টি জাতীয় পুরস্কারের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। তাঁকে আজকের এই দিনে জন্মদিনের শুভেচ্ছা জানাই। সমগ্র বাঙালি জাতির মনে তিনি আজীবন বেঁচে থাকবেন।

চলচ্চিত্র জগতে আসার আগে তিনি ছিলেন একজন 'অ্যাডভারটাইসমেন্ট কপিরাইটার'। ১৯৮০-র দশকে যখন ইংরেজি এবং হিন্দি বিজ্ঞাপনগুলিকে বাংলায় অনুবাদ করে চালানো হত তখন ঋতুপর্ণ ঘোষ বাংলা বিজ্ঞাপনের দুনিয়ায় অনেকগুলো ১ লাইনের শ্লোগান লিখে জনপ্রিয় হয়ে উঠেছিলাম। তাঁর বহুমুখী সৃষ্টিশীল প্রতিভার মধ্যে আরেকটি দিক ছিল 'লেখালেখি'। তিনি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার রবিবারের ক্রোড়পত্র সম্পাদনা করেছিলেন। 'ফার্স্ট পার্সন' শিরোনামে সেই সম্পাদকীয়গুলো লিখতেন। তাঁকে আমাদের একভাবে নয় বিভিন্ন রকমভাবে দেখার, চেনার এবং জানার সৌভাগ্য হয়েছে।

এই সংখ্যাটি টেক-টাচ-টকের সাথে আমার শেষ সপ্তাহ। যারা লিখছে এবং আগামীতে যারা এই অনলাইন পত্রিকাটির সঙ্গে থাকবেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পুজো আসছে সামনে। নতুন পোশাকের মত সকলের লেখায় নতুনত্ব ধরা দিক, আরও আরও নতুন পাঠক এবং কবি-লেখকরা এই পত্রিকাকে আরও জনপ্রিয় করে তুলুক এটাই কামনা করি।

সবুজ বাসিন্দা

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register