কবিতায় কথাকলি সোম পারুল
দুঃস্বপ্ন
মধ্যরাত,
অকস্মাৎ কেঁদে ওঠে দ্রৌপদী,
বাঁচাও... বাঁচাও...
বেদনার কুণ্ডলিত ধোঁয়া ছেয়ে যায় স্বপ্নের আকাশ।
চারিদিকে অট্টহাসি
ক্ষুধার রাক্ষুসে হাঙর থাবা বসায়
দ্রৌপদী চেঁচিয়ে ওঠে-- পান্ডব... পান্ডব...
পেছনে দাঁড়িয়ে পাঁচটি গাছ,
হৃৎপিণ্ডহীন, স্থবির।
0 Comments.