Wed 29 October 2025
Cluster Coding Blog

কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

maro news
কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

কেমন আছো

কেমন আছো--- খুব সহজ ও সাধারণ প্রশ্ন। স্বভাবতঃই উত্তরটাও সাধারণ আশা করি। শুধু সাধারণ নয়, বিতর্ক এড়াতে সদর্থক হওয়া চাই। হৃদয় খুঁড়ে সঠিক শব্দচয়ণ করি। সত্যিই কি ভালো আছি? মিথ্যে বলে পাবো না রেহাই--- সত্যের অস্তিত্ব তো মিথ্যে আছে বলেই। অথচ এই সহজ যুক্তিটাও ভুলে যেতে হবে। নৈতিকতা বলে একটা শব্দ আছে অভিধানে। মূল্যবোধ যার মানে। প্রকৃতি ও পরিবেশ থেকে হয় আহরিত, এর মাঝেই করা যায় সৌন্দর্যের বীজ বপন। সময়টা বড় প্রতিকূল, কর্তব্যের ভিড়ে নিজের কাজটুকু ভুলে গেছি বিলকুল। মানুষ অভ্যাসের দাস--- সব কাজ শেষ হয়ে গেলে শুধুই জীবনধারণ--- তখন হৃদয় কম্পিত হবে না আর নতুনত্বের আস্বাদে জাগবে না রোমাঞ্চ শিহরণ আশা আনন্দ বা সুখানুভূতি- চারিদিকে প্রতিযোগী সব, চাপা ঈর্ষা দ্বন্দ্ব সংঘাতে সহজ পৃথিবী জটিল হয়ে ওঠে ক্রমশঃ শান্তি পেতে ছেড়ে দিতে হয় অধিকার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register