Wed 29 October 2025
Cluster Coding Blog

গদ্য কবিতায় সুমিতা চৌধুরী

maro news
গদ্য কবিতায় সুমিতা চৌধুরী

ননীচোরা ও সর্বহারা

কতো আয়োজন জন্মাষ্টমীতে হয় প্রতি ঘরে, দেবতারূপী গোপালের জন্ম মহোৎসবে। থরে থরে সাজে ফল, মিষ্টান্ন, ভোগ, রকমারি, উপবাসে, উপাচারে, পালন হয় শত নিয়মবিধি। নানা প্রসাধনে, নতুন পোষাকে সাজে ননীচোরা, আমোদ-আহ্লাদ, আদরে-সোহাগে ভেসে। আর কিছু মানব গোপাল থাকে পড়ে পথের ধূলায় প্রতিদিনই, আদুল গায়ে নিরন্ন উপবাসী জঠরে অবহেলে। কেউ দেখে না তাদের, কেউ রাখে না খোঁজ, তাদের বাঁচা মরার! ক্ষুধার জ্বালায় শৈশব হারিয়ে হয় তারা কেউ ভিক্ষুক, কেউ শ্রমিক, কেউ বা অপরাধী অবুঝ মনে শুধু ক্ষুধার তাড়নায়, মলিন দেহে ওঠে না কোনো পোশাক শীতে বা ঝড়-জলে, জঠর জ্বালায় জোটে না আহার উৎসবে বা অনাহারে, এক আজীবনের চিরস্থায়ী অসম ব্যবধান দীর্ঘ থেকে দীর্ঘতর হয় মূর্তি আর মানবে, নিরবচ্ছিন্ন ভাবে তা চলে আবহমান কাল ধরে, ননীচোরা আর সর্বহারায়।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register