Wed 29 October 2025
Cluster Coding Blog

কবিতায় সন্দীপ কুমার মিত্র

maro news
কবিতায় সন্দীপ কুমার মিত্র

স্বপ্ন ভাঙার হাটে

ঐ শোনো একতারা ধরেছে সুর ধরিত্রীর বুকে জমে থাকা একাকীত্ব নিখাদ গলায় চূর্ণ স্বপ্নের কথা যাক ভেসে মেঘ ভাঙা বর্ষায় । পান করে ঐ নিশীথ রাতের আঁধার তৃষ্ণা মেটায় বুক ফাটা হাহাকারের চিবুকে বায় ফোঁটা ফোঁটা ঘাম নোনতা কড়িকাঠ গোনে একা চিলেকোঠায় । মাধুর্য আর মুগ্ধতা করে ব্যাঙ্গ তাল গাছে বসে রাত পাখি ডাক কান্নার স্বপ্নগুলো ভুসো কালি মেখে হাতড়ায় অকাল বর্ষন কবে হবে সেই ভরসায় । ভালবাসা আজ অনাথ, পরেছে কাছা ব্যথিত নয়ন গাইছে নিঃশ্বব্দের গান চাতক পাখিটা একফোঁটা চায় জল বাইছে নাও একা মাঝি হতাশায় । ভেসে যায় কিছু আধপোড়া চ্যালাকাঠ এখনো জলে বুদবুদি ছাড়ে ওরা ছিল আগে ফুল-ফলে ভরা বিতানে দেখো কেমন নিমজ্জিতের অভিপ্রায় । বিবেকহীন আর বাতিকগ্রস্তরা মিলে কুয়াশা জমিয়েছে ভরা অমানিশার রাতে একটু জলও পাইনি শেষ পিপাসা ধূমহীন চুল্লি ছাই দিয়েছে আশায়॥
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register