Wed 29 October 2025
Cluster Coding Blog

কবিতায় মেখলা ঘোষদস্তিদার

maro news
কবিতায় মেখলা ঘোষদস্তিদার

আহুতি

গাংচিলের ডানায় দিনের রং মুছে গেলে অবেলার আঁধার সাজায় পান্ডুলিপি- গ্রহণ লাগা বিরাণ প্রান্তর নিঝুম- নীরবতা চিরে ঘনঘটার মঞ্চে বর্ষার আহুতি শুধুমাত্র সূর্যের কাতর ডাকে সাড়া দিতে- প্রতীক্ষার দুয়ারে ডুবন্ত চাওয়া রক্তের ক্ষরিত ধারায়- ভালোবাসার প্লাবন; কদমের ঘ্রাণ শীতল ভেজা বাতাস বালুকাবেলায় বোনিয়েম ঝড় বুনোফুলের উগ্রতা ছিঁড়ে আদিমতা; চিবুক ছুঁয়ে গ্রীবাদেশে আঁচড় আলাপন কথা বলে উষ্ণ স্রোত অধরে-ওষ্ঠে সিক্ত কারুকাজ- রুদ্ধশ্বাসে বাকহারা দিশাহীন ধড়কন- কাঁচুলির আড়ালে টানটান বৃন্ত জল ছোঁয়া প্রগলভ আগুন ছড়িয়ে পড়ে কোমরের নগ্নতায় সর্পিল বারিশ মাদকতা; নাভীমূল ছেড়ে গুপ্তধন রহস্যে- সুড়ঙ্গ পথে আছড়ে পড়া ঢেউ- এলোমেলো তুফান তোলে প্রাণরসে- মধুময় নিবিড়তা রেখে যায় শৃঙ্গার সমাপন গল্পে নিঃস্ব দুটি মন, ইতিহাস পর্দা টানে বর্ষন তুমুলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register