কবিতায় ডরোথী দাশ বিশ্বাস
ঘুষ-খোর
নাম যদি তার চাঁদ হয়
চাঁদপানা মুখ কোথায়?
শরীরটা তো নারকেলের দড়ি
ফিকে চেক শার্ট,
সমীহর ভঙ্গী দেখে ভাবে আর্ট
চক্ চক্ চোখ, অতি লোভাতুর---
জানে না শিয়রে শমন, আর নেই বেশি দূর।
উদ্ধত আচরণ, রাগত স্বরে কপট স্বচ্ছতা
আনয়নে বৃথা চেষ্টা,
বলি--- আর কত সেলামী প্রয়োজন ন্যাকড়া নিংড়ানো যাপনে
ওৎ পেতে থেকে বারংবার, ভয় নেই মনে?
জীবন ভর দু'হাত ভরে কত উপহার নিলে,
তবু যদি রূপ খোলে!
0 Comments.