Wed 29 October 2025
Cluster Coding Blog

কবিতায় মেখলা ঘোষদস্তিদার

maro news
কবিতায় মেখলা ঘোষদস্তিদার

বিলাপ

মেঘলা পর্দা টানে উদাস বাঁক- আকাশের দৃষ্টি ঝাপসা হলে বিষাদের জল গড়িয়ে আসে বিচ্ছিন্ন গাংচরে- অঝোর ধারার মধ্যে এমন কোনো বিন্দু নেই যেখানে থেমে গেছে বিলাপ হংসমিথুন প্রেম অসমাপ্ত ছবির ফ্যাকাসে পর্ব; বিরামহীন ক্রান্তির মূর্ছনায় বুকের পাড় ভাঙে ঝিল উপচে পড়ে মুখ উচ্চবাচ্যহীন স্তব্ধতার কাতর অনুভবে; অজস্র বারির আর্তি একক যন্ত্রণা নিয়ে ফেরে হারানো সেই দুপুর নিবিড় মুগ্ধ ক্ষণ মধুর মৃদু কম্পন, সৃষ্টিছাড়া তিয়াসায় একটানা ঝর্ঝর ঝরতে থাকে পৌনঃপুনিক ব্যথাতুর অভিঘাতে তমস্বিনী হাওয়ায়- গোধূলি ফুরোয় অকাল আঁধারে প্রশস্ত প্রাচীন নামে দুখসাঁঝে, পাতায় পাতায় জন্ম নেয় আর্দ্র চৈতন্যের বেদনানীল হরফ, বিষন্নতার মৌন স্তবক কান্নাভেজা কবিতার কবিতা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register