কবিতায় জবা ভট্টাচার্য
শিরোনামহীন
নদীর পাশে শ্মশান---
সেখানে সময় শুধু শূন্যে অপেক্ষা আঁকে
মুছে দিয়ে নিভৃত সব মায়া--- হাহাকার
পশুদের রক্তথাবায়---
প্রখর আগুনের তাপে পুড়ে যায় অগণিত কৈশোর
চূড়ান্ত বৃষ্টির পরেও, মোছেনি যাদের হাতের রক্তরঙ
তারাই মুখোশ পড়ে আমজনতার ভিড়ে--- শয়তান
এইসব স্পর্ধার মুখোমুখি দাঁড়াবার
স্পৃহা তীব্রতর হোক আজ,
নয়তো দেখবে,
তুমিও কেমন সুস্বাদু খাদ্য হয়ে উঠেছো
আজ নয় কাল---
0 Comments.