কবিতায় প্রদীপ কুমার দে (নীলু)
আগমনী
এখনও আকাশে একটি দুটি তারা,
চাদরে ঢাকা আপাদমস্তক ছোটবেলা
উদাত্ত কন্ঠে রেডিওতে মাতৃবন্দনা,
সঙ্গে আকুল করা সঙ্গীতের মূর্ছনা,
মায়ের আগমণী বার্তা নিয়ে আনন্দের রেশ
প্রভাতের আলোয় নব সাজ বদলে যাওয়া
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া শিশুকাল,
শিউলি ফুলের সুগন্ধ, কাশফুলের দোলা,
আজও ডাক দিয়ে যায়, যায়নি ভোলা।
0 Comments.