Tue 28 October 2025
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল

সেই কবি যার কাব্যে কথা ছিল সরল সাবলীল বাণীময়, স্রোতস্বিনী ঝর্ণার মতো কাব্যের কুশীলব ছিল কোলিয়ারির খেটে খাওয়া মানুষ। রাস্তার ভিখিরি দুঃখিনী মায়ের যীশু, যার কাব্যের দর্শনে ছিল কৃষ্ণ গোপাল, মানবতা, ভালবাসা, প্রেম অনুভব ছিল দিগন্ত প্রসারী, ধ্বনি, ব্যঞ্জনা, ভাব, ছন্দ বড়ই নিটোল এবং অবশ্যম্ভাবী তুমিই দেখিয়েছিলে রাজা উলঙ্গ, রাজশক্তির কদর্য চেহারা সরল নিষ্পাপ শিশুর অকপট স্বীকারোক্তি, যা আভূমি বিশ্বকে করেছিল উদ্বেল, চিন্তাক্লিষ্ট- অন্যায়ের সাথে আপোষ নয়, ফরিয়াদ এই ছিল তোমার জীবন দর্শন অমল কান্তি রোদ্দুর হতে পারেনি, সমাজের নিগড়ে কবি, তোমার সৃজন ও প্রজ্ঞার আকাশ চির উজ্জ্বল হৃদয় আকাশে জ্বলে মানব মুক্তির অনির্বাণ দীপশিখা। [কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে]
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register