Tue 28 October 2025
Cluster Coding Blog

কবিতায় রত্না দাস

maro news
কবিতায় রত্না দাস

ঈশ্বর-বাদ

"কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন" (নজরুল ইসলাম) নাচে জন্ম, নাচে মৃত্যু, নাচে তাঁর পায়ে মরণ, নৃমুন্ডমালিনী তুমি, তোমার ছোঁয়ায় দুঃখহরণ ধর্ম বাধা হয়না তোমার পাদপদ্মে রাখতে নয়ন তবু দাড়ি, টিকি দেখায়, সমাজ, রসাতলে যাওয়ার ভড়ং! ঈশ্বর যেখানেই খোঁজো, তা পৌত্তলিকে বা ব্রহ্মজ্ঞানে গুরু নানকদেব বলেছিলেন, কোথায় রাখি পা, ঈশ্বর তো সবখানে! প্রবল বিক্রমে উচ্চকিত নব মহিমায় ভজন পূজন তীব্র বেগে দেবালয়ে মূর্তি, বিশাল থেকে বিশালতর হ'ন নিষ্করুণ আবেগে! বিনা ভক্তি, শুধু শক্তি, প্রদর্শনীর দিনে দিনে বাড়ে বহর মায়ের বোধহয় হাইপাওয়ারের লাগবে চশমা। গেছে নজর চারদিকেই রক্ততূর্য, রণভেরী বাজে আকাশ জুড়ে সিংহনাদ ঈশ্বর এখন আছেন কোথায়, মানব জীবন থেকে ঈশ্বর-বাদ... মা একবার তুই দাঁড়া দেখি রণরঙ্গিণী চামুন্ডা হয়ে অসহায়ের পিঠের চামড়া, সইতে সইতে গেল ক্ষয়ে কালী কালী করালী কপালিনী তোর বরাভয় আসুক নেমে দুষ্টের দমন, শিষ্টের পালন, হবে আবার মানব প্রেমে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register