কবিতায় অরুণ কুমার দাঁ
আশ্চর্য প্রদীপ
ঠিক মতো জায়গায়
দাঁড়াতে না পারলে
জীবনটাই বৃথা।
নৌকাটাকে স্রোতের অনুকূলে ভাসালে
কষ্ট অনেক কম।
বৃক্ষের শাখায় মনোস্কামনার পাথর বাঁধা
একটা মানসিক সান্ত্বনা।
শুধু তুমি একবার সম্মতির ঘাড় দোলাও
আলাদিনের আশ্চর্য প্রদীপ তোমার হাতে!
0 Comments.