Mon 27 October 2025
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় দেবাশীষ মণ্ডল

maro news
সাতে পাঁচে কবিতায় দেবাশীষ মণ্ডল

খোকার বৌ

ছোট্ট খোকা করে খেলা হাতে নিয়ে গাড়ী। সেই গাড়ীর সিটে বসেই খোকা গেল শশুর বাড়ী। শশুর দেখি তাগড়াই জোয়ান গোঁফ খান ই-য়া মোটা। গোঁফ দেখে খোকার দেখি হয় যে মাথা ব্যথা। শাশুড়ী এসে বললো যখন এসো,বসো জামাই। খোকার দেখি মুখের হাসি তখন কে থামাই। বুঝল খোকা 'গোঁফ মোটা' আসলে নাই ভয় । শাশুড়ী যখন আদর করে তখন হবেই দেখ জয়। এমন সময় বৌ যে এলো মোবাইল হাতে নিয়ে। হুঙ্কার ছেড়ে বলল মেয়ে কৈ কে করবে আমায় বিয়ে! ভয়ে বুক কাঁপল খোকার জড়িয়ে ধরলো মা'কে। কেঁদে কেঁদে বলছে খোকা আমার চায়নে এমন বৌ কে। খোকার মা বললো তখন ভয় নাইরে খোকা। এমন বৌ আনবো তোর যে দেবেনা তোকে বকা। তাই না শুনে ঘুম টা আমার ভাঙলো দু'চোখ মেলে। বললাম মা'কে- "তোমার খোকার বৌ- এমন রণচন্ডি কোথায় পেলে"!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register