কবিতায় দেবযানী ঘোষাল
স্বপ্ন
স্বপ্নগুলো মিথ্যে হয়ে যায় অর্থাভাবে।
একটু অর্থের মুখ দেখা
সাথে সাথে স্বপ্ন পূরণ।
বেঁচে থাকার অনিশ্চয়তায় প্রায় শূণ্য রাখি ভাড়ার।
তবু কত স্বপ্ন খোঁজে মন।
কত মিথ্যাচারে স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ ছিলাম।
ছিল না কোন প্রত্যাশা।
তবু স্বপ্ন পূরণের পরের দিনগুলো বড় ব্যাথা দিয়েছে।
যে ব্যাথারা অতলের গভীরে শায়িত। ব্যাথারা চিনিয়েছে মানবতার নৃশংসতা।
কি করে স্বপ্নগুলোকে দলে পিষে মাড়তে হয় দক্ষতার সাথে দেখিয়েছে বুদ্ধিজীবিরা।
তবুও মন স্বপ্ন দেখে পাখা মেলে উড়বার।
স্বপ্ন দেখে নিজেকে ভালবাসতে।
তবু অর্থাভাব আঙুল উচিয়ে বলে,
তোমাকে এসব মানায় না।
তুমি নিতান্তই নিম্নবিত্ত।
গুমড়ে মরে রাত।
ফুঁপিয়ে ওঠে পোড়া হৃদপিন্ডটা।
ভোরের স্বপ্প দেখায়,
ভুলের আশঙ্কা।
চেতনার মালা গেঁথে ভুলে যায় মন ভোরের ভুল স্বপ্নকে।
বাঁচার শ্বাস প্রাপ্ত হয় সৌর তাপে স্পর্শিত রঙিন ফুলের পরিষ্ফুটনে।
0 Comments.