কবিতায় রঞ্জনা বিশ্বাস
অসময়ে
দিচ্ছি কথা আসবো আবার ফিরে
শিউলি গন্ধ কিম্বা শরৎ নীলে
তখন আমায় চিনে নিও তুমি
টুপটুপিয়ে পড়বো মাথায় ঝরে।
এই যাওয়াটা এমন কিছু নয়
যতোই সেটা অসময়ের হোক
দিলাম কথা ঠিক আসবো ফিরে
মুছে দেব বিষাদ রঙের শোক।
হঠাৎ তুমি চমকে উঠবে দেখে
জলের মধ্যে লুকিয়ে আমার চোখ
ছুঁয়ে দিলেই ছলাত ছলাত ঢেউ
তোমার বুকের ওমেই বাঁচি রোজ।
চিতার কাঠে পুড়ছে যখন দেহ
চন্দনের সাজটা গেল মুছে
শপথ করে বলছি তুমি শোন
আমি থাকবো তোমার আশেপাশে
হয়তো তখন অন্য কোনো রূপে
ডাকবে আমায় অন্য কোনো নামে
আসবো তবু বারেবারে ফিরে
ভুল করো না চিনতে আমায় দেখে-
0 Comments.