কবিতায় পিঙ্কি ঘোষ
খোঁজ
কি খুঁজছো?
হারিয়ে যাওয়া সুখের চাবি!
সে তো তুমি তোমার খুব কাছের বিশ্বাসী কিছু
মানুষের কাছে বন্ধক রেখেছিলে-----
জানো না ভালোবাসা কখনো অন্যের কাছে বন্ধক রাখা যায় না _
আমার শহর জুড়ে তোমার অনাস্থা প্রস্তাবের মেঘ
তুমি ভেবেছিলে ভালোবাসা বুঝি অবহেলার ঝাড়বাতি,
হাতের মুঠো থেকে বেরিয়ে যাওয়া বালির মতো
ভালোবাসাও পাড়ি দেয় সহস্র আলোকবর্ষ দূরে।
পড়ে থাকে স্মৃতির অঙ্গার, স্পর্শের জীবাশ্ম,
মূক - বধির একটা সম্পর্কে আটকে থাকা সময় আজ ক্লান্ত
লিটমাস রঙ বদলায়, তোমার কথারাও বদলায়।
ইতিহাসের দিকে তাকিয়ে দেখো---
সময় ক্ষমা করতে জানে না।
0 Comments.