Mon 20 October 2025
Cluster Coding Blog

কবিতায় শঙ্খশুভ্র পাত্র

maro news
কবিতায় শঙ্খশুভ্র পাত্র

শরণ্যা

শরণ্যা যে স্মরণীয়া, অরণ্যানী, ধন্য হল মন৷ কৌতূহলী পাঠকের চোখে-মুখে— নিবিষ্টতা ঢের৷ প্রসঙ্গত সঙ্গ দিলে, সংঘ খুশি৷ 'বঙ্গ আমাদের'— ভাষা যখন একই, টানের, ভীষণ প্রয়োজন৷ 'শরণ্যা'- সে, এপার-ওপার, মিলেমিশেই আকাশ! বুকভরা শ্বাস আলো-হাওয়ায়, দাওয়ায় বসে সুখ৷ মাটির মাদুর, খাঁটি৷ প্রিয়, আমার দিকে তাকাস৷ ইচ্ছে হলেই 'ধুধু'-র বুকে— আঁকতে পারিস তুক৷ যৌতুক নয়, কৌতুকময়— টুকটাক ঘরকন্না টিকে গেলেই পাদটীকার প্রয়োজন নাই শাস্ত্রে৷ এই ভাবনায় সত্যিকারে আছে কি খুব অন্যায়? ফাগুন ফেলে কোন কন্যা পারবে আগুন সাজতে? শরণ্যা যে অরণ্যানী, স্মরণীয়া, প্রচ্ছায়া, নির্ভার৷ সামান্য এক জীবন, লেখা, আমার তো নয়, তার...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register