কবিতায় সজলকুমার টিকাদার
গাছে দুঃখ-ফুল ফোটে
ঘরের ভিতরের গাছটিতে দুঃখ-ফুল ফোটে!
যার প্রভাবে অন্ধকার অন্ধকার সারা ঘর।
কাজের মাসি এসে ঝাঁট দেয়
জল পাল্টে পাল্টে মোছে;
তবু অন্ধকার যায় না।
আসলে, আমিই সেই চাষি
যে এ ভুলের কারিগর।
এখন, বৃথাই শুধু শুধু রোজ
দরজা খোলা, জানালা খোলা...
0 Comments.