- 10
- 0
বিষন্ন সময়
সময়ের গ্রাসে ডুবে যাচ্ছি আমি,
বিষন্ন সময়ের ঠোঁটে আমার খোলস,
কেউ শোনে না পাতা ঝরা দিনের কান্না ॥
কতদিন তোমার পাঠানো চিঠিগুলো পড়া হয় না,
নীল খামগুলোর গায়ে জমছে সময়ের ধূলো,
কি জানি, অভিমানে ভিতরের কথাগুলো
নিজেদের বদলে নিচ্ছে কি না !
গন্ধ পাচ্ছো, চুল্লিতে পোড়া সময়ের শব -
ঘুম আসে না,
মাথায় স্মৃতি নদীর বেপথু স্রোত,
পোড়া শেষে নদীতে ভাসিয়ে দেওয়া হবে ছাই,
সাক্ষী থাকবে নদী,
বুকে নিয়ে বয়ে যাবে
সময়ের ক্ষত,
বুকে অবিরত রক্তক্ষরণ,
খোলসের গায়ে রক্তের ছিটে,
বয়ে চলেছি সময়ের দাগ ॥
0 Comments.