কবিতার স্বর্ণযুগে দেবনাথ চক্রবর্তী
			পেইন্টার
ভগ্ন হৃদয় শূন্য পকেট 
রঙ-তুলি হাতে ভাবলো,
চিত্রকর্মে বিখ্যাত হবে,
হবে ভ্যানগগ, পাবলো।
তেলরং হাতে ক্যানভাসে মাপে 
ফ্রেম হবে কত ইঞ্চি
দু'চোখ ভরা স্বপ্ন অনেক
হতেই হবে দ্য ভিঞ্চি।
স্টারি নাইট, দ্য লাস্ট সাপার
অথবা কালজয়ী মোনালিসা
আঁকবে সেও কোনও একদিন
রুবেনের সেন্ট তেরেসা।
প্রতিভা ছিল চেষ্টা ভীষণ
নিয়তি দুর্বিপাকে
রঙ-তুলি তবু যায়নি থেমে
সে রিকশায় পেইন্ট আঁকে।
বন্ধ চোখের সত্য
বৃষ্টি মেখে ফেলছি আমি
আমার বুক চিনতে চাইছে ছাঁট‚
তবু কিনা বারবার শুনে ফেলি শব্দ 
প্রতিবার অনুবাদ শেষে 
মেলি নতুন মোড়কে কোনও ধাত।
প্রতিবার পাড়ের 
সবচেয়ে দুর্বল অংশটুকু বাঁচিয়ে 
তুমিও দেখেছো বন্ধ চোখের সত্য। 
আমি কৃতজ্ঞতা জানাই 
সেই দুঃস্বপ্নের নগরীকে, 
যেখানে আমার জন্য গোপন করা হয়েছে 
সায়ানাইডের প্রেমিকার সুনাম।
বৃষ্টি মেখে ফেলেছি আমি
আজ আমার বুক চিনতে চাইছে ছাঁট॥
						
			
		 
	
0 Comments.