- 40
 - 0
 
মানুষের হৃদয়
মানুষের হৃদয় বলতে এখন কিছু নেই, 
মানুষের সব ভালোবাসা 
এখন যে কোনো মুহূর্তেই ফুরিয়ে যায়, 
নিলামের ঢোলে বাড়ি দিয়ে যায় 
অবিশ্বাস ও ঘৃণা প্রহরে প্রহরে! 
মানুষের হৃদয় এখন পরিযায়ী মেঘ, 
মানুষের হৃদয় এখন দু'ধারী করাত, 
মানুষের হৃদয় এখন ধূর্ত শেয়াল কুকুরের বাসভূমি! 
প্রকৃত মানুষের হৃদয় এখন
নীড় ভাঙা পাখির কষ্টের সিম্ফনি, 
প্রকৃত মানুষের হৃদয় এখন বেদনার সরোবর, 
প্রকৃত মানুষের হৃদয় এখন 
দূূঃসহ স্মৃতির কনসেন্ট্রেশন ক্যাম্প!
0 Comments.