কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা (অন্দরমহল ১৫)
অন্দরমহল ১৫
কখন যেন কোল থেকে নেমে চৌকাঠ পার হয়ে,
আলোর দিকে হেঁটে যেতে যেতে
একটু একটু করে বড় হচ্ছে আমার ছায়া,
ভোরের আলোয় গিয়ে উঠছে হলুদ রঙের বাসে,
বাসের জানলা দিয়ে আমার দিকে হাত নাড়ালে
চোখের সামনে একটা সন্ধ্যার ছবি l
সেই আকাঙ্ক্ষিত সন্ধ্যায়
আলোয় সাজানো একটা নির্ভরযোগ্য মসৃণ রাস্তায়
নিশ্চিন্তে রাত্রির দিকে হেঁটে যাচ্ছি আমি l
0 Comments.