- 1016
 - 0
 
রাস্তা আর আমাকে স্পর্শ করে না। পরিচ্ছন্ন রাস্তায় হাঁটতে আমায় কেমন একাকিত্ব হাত ধরে টানে।মনে হয় পুরোনো ধুলোবালি দুঃখে দূরে সরে গেছে। মনখারাপের ওষুধ কিনে দিতে বললে পাগলি ভেবে রাস্তা পার করে দিয়ে যায়, ধীরে ধীরে কথা বলতে বলে। এদিকে লক্ষ লক্ষ শব্দ ক্রীম মেখে ঠোঁটের উপর দিয়ে উড়ে যায়, কারোর কানে পৌঁছায় না। যদি কেউ ভুল করে বুকে জড়িয়ে ধরে, দ্রুত হৃদয়টাকে একটু ডানদিকে ঠেলে দিই। মাঝে মাঝে মনে হয় দুয়েকটা সম্পর্কের সরল সমীকরণ এঁকে রাখি, যদি কেউ ব্যালান্স করে দিয়ে যায়। আজকাল রাত্রিবেলা যাদের ঘুম হয় না তাদের আবার আপন মনে হয়, পাশে গিয়ে বসি, আত্মহত্যা নিয়ে আলোচনা করি।
0 Comments.