- 79
 - 0
 
প্যারাসিটামল
সন্ধে নামলেই মন খারাপ হবে জানা কথা.....
কুলুঙ্গির দুঃখ উপছে পড়বে জোছনার ঝুরি বেয়ে
ফেলে আসা ব্যথা কবিতা বুনবে উল কাঁটার পশম অক্ষরে,
জানি তো কবি কবেই বলেছেন এ ব্যথা তাবিজে মরবে না.......
গোধূলি থেকে সন্ধে, সন্ধে থেকে রাত ঘন হচ্ছে, প্যারাসিটামল হাতের কাছে আঁকড়ে ধরার সময় হলো......
একগ্লাস জল বাড়িয়ে দাও কেউ.....
তারপর একটা ঘুমের বড়ি
শহুরে একাকিত্বের মোক্ষম ওষুধ;
0 Comments.