Tue 21 October 2025
Cluster Coding Blog

রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

maro news
রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

যদি সম্ভব হয় ফিরে এসো

আমার তো বোহেমিয়ান হওয়ার কথা ছিলো হি পি দের দলের সাথে জলে জলে ঘুরে বেড়ানোর কথা ছিলো। অচেনা জঙ্গলে শিকারে গিয়ে হারিয়ে যাবার কথা ছিলো, অচেনা নীল পাহাড়ে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু আটকে গেলাম, কি ভাবে বলো তো? পেন কাগজ নিয়ে হিসাবের খাতা লিখতে লিখতে এগিয়ে এলাম সাধারণ সামাজিক এক সাংসারিক জীবনে! আমার তো থিতু হয়ে বসার কথা ছিলো না কখনোই! সব কিছু সুখ হরণ করতে দুঃখ কে তো বরণ করেছি, পলাশের পাশে একতারায় সুর বেঁধে বাউলিয়া হবার কথা ছিল। নামের প্রভাব পড়ে এমন মানুষের উপর, এই বিশ্বাস ছিল। মু্ক্ত থাকার কথা ছিলো আমার… এক জীবন… অনন্ত জীবন — কিন্তু কি যে হলো! রাতের বৃষ্টি উড়ে যাক তার কাঙ্ক্ষিত গন্তব্যে যখন যেতে মন চায় তার চৈতালী হাওয়ায় ভেসে - তারপর একদিন চলে যাবো… নিরুদ্দেশের দেশে! আর ফিরবো না। একদিন হঠাৎ দেখা হয়েছিল সে জিজ্ঞাসা করেছিলো , নীল কবে আসছো তুমি মাতলার তীরে? শ্যামলিয়া নদীটির পারে অনেক গল্প আছে আমার তোমার সাথে… জীবনের গল্প--- ভালোবাসার গল্প--- ব্যর্থতার গল্প --- পাতা ঝরার গল্প --- না পাওয়ার অব্যাক্ত আর্তনাদের গল্প --- প্রচণ্ড ভালোবেসে মর্মান্তিক আঘাত পাওয়ার গল্প আমার মনের মানুষটাকে না পাওয়ার গল্প--- আর তাকে হারানোর গল্প। সে আরো বলেছিল --- তুমি যদি আমায় আবার চিঠি লেখো কখনো, লিখো, প্রিয়তম !এক শিশির সিক্ত বিকালের কথা, লিখো, মনের মাঝে শুকিয়ে যাবার ফুটন্ত গোলাপের কথা, লিখো, দিন, কাল, মাস ফুরিয়ে যাবার কথা, লিখো, এক ভালোবাসার কাঙালের কথা, যে দিনগুলো স্বপ্নের মতো ছিলো সেই দিনগুলোর কথা। যে চিঠিটা আমার পাওয়ার জন্য অপেক্ষায় থাকবো… সে ঠিকানা টা লিখে দিয়েছিল একটা কাগজে -- এই ঠিকানায় লিখো, আচ্ছা? ঠিকানাটা নিয়েছিলাম --- ও চলে গিয়েছিল। অনেক দিন পর ওই ঠিকানায় চিঠি লিখতে বসি অস্থির মন আকাশচুম্বী স্বপ্নের পাহাড় সাজিয়ে চঞ্চল পাখিটার জন্য ! আর --- লিখেছিলাম--- প্রিয়তমা, “যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষায়।” আমি থাকবো বসে --- তোমার অপেক্ষায় মাটির দাওয়ায় তোমার প্রতীক্ষায়। আমি-তুমি একসাথে বোহেমিয়ান হয়ে পরস্পরে সমর্পিত হবো, এই মুহূর্তে আমার তোমার কথা মনে পড়ছে ! মনে হয় তুমি আসলেই পারতে যদি কোনো দিন আবার ফিরে আসো আসার সময় তুমি যেনো তোমার মনটাকে সঙ্গে করে এনো। যেখানে চিরন্তন বিধাতা রয়েছে! যেখানে আমি আমার অনেক ভালোবাসা তোমায় দিতে পারি! ডাকবাক্সে চিঠি টা ফেলে এসেছিলাম সে পেয়েছিল কিনা আজও জানি না।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register