Thu 30 October 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র - ৩৮)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র - ৩৮)

যাপনচিত্র - ৩৮

ক্যানোপি

সময়টা বড়ই ম্যাড়মেড়ে ৷ আকাশ যেমন রামধনুর রংহীন হয়ে ধুসর হয় তেমনই মুহূর্তগুলো যেন বড়ই ছায়াধারী৷ অভিমানের সান্নাটা চারদিকে৷ অদ্ভুত এক ধ্বংসের ছাপ৷ স্মৃতি আর বিস্মৃতির অসম্ভব অন্ধাকারের স্থবির নিরস অক্ষরের অবয়ব...যেন ফোঁটা ফোঁটা ঘাম পৃথিবীর অভিমানের ৷ প্রকৃতির কলম নীরবতার লাল চেলীতে ঢাকা ৷ লুকিয়ে রাখা অভিমানগুলো মৌনতার চাদর খুলে উড়ে বেড়াচ্ছে বাতাসে৷ আজ শুধু মনকেমনের পালা ৷ ডিপ্রেশনের হায়ারোগ্লিফিক্সে এখনো ছলকে উঠতে চায় চুপকথারা উপমাহীনভাবে৷ অহেতুক ব্যাকুলতায় চিলেকোঠার বন্ধ দরজা আবার খুলে যায়। অহেতুক শব্দগুলো দলছুট হয়ে নির্লিপ্তিতে ঝড় তোলে মৌন চেতনায়। খেলাহীন মৌনবিষাদ আলমোড়া ভাঙে অগোচরে ক্যানোপির অনুতাপে অগোছালোভাবে৷ বুকের ভিতরের নদীও ক্লান্তিতে শুকিয়ে যাচ্ছে৷ অভিমানে মুখ ঘুরিয়ে নিচ্ছে৷ নদী বোঝে ভালোবাসার রঙ ,স্পর্শ। কান পাতে রশ্মিকা নিজের বুকের উপর। অনুভব করে অভিমান, নিজেকে নিভিয়ে ফেলার আগেই৷ ক্লান্ত নদী এদিক-ওদিক খোঁজে ভালোবাসার সুর। সহজ পাঠ হয়ে ধরা দেওয়ার আগে, অন্তরের ভালোবাসার কাছে দেরী হবার আগে রশ্মিকা খুঁজে নেয় হলুদ পাখিদের।
পতাকা ওঠে তখনই। স্বাধীনতার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register