কবিতায় বলরুমে অমিতাভ সরকার
কবির ভুলের নদী
শরীরখারাপে মাটি রঙ করা ঘর
ভাবনার সময়ের সেই অবক্ষয়
দামের জমির আশা সিঁদুর সে পর
বুঝিয়ে গায়ের জোরে সম্ভব নয়
আলোর অসুখে ক্ষতি সবকিছুতেই
যে ভয় পায় সে ঘরে ফিরে যেতে যায়
সহজে কলমে হাল ছাড়তে তো নেই
কবির ভুলের নদী জীবন কাঁদায়।
0 Comments.