কাছেই ছিলে মেঘ
বৃষ্টি নামেনি তখনও
আসলে বুঝিনি আকাশের গায়ে কালশিটে
ওপারে ঝলমলে দিন, ভিড় কোলাহল
পৃথিবী থেকে সূর্য যতদূরে তার চেয়েও বেশী অন্ধকারের বিস্তার
অনন্ত শূন্যের শেষে পড়ে থাকা সমবেত করতালি
নিঃশব্দে বলে যায়,
‘চাইনি এ উন্মত্ত জনস্রোত, স্তুতির চিৎকার
পুড়ে যেতে যেতে শুধু একটা কম্বল চেয়েছিলাম’
0 Comments.