Wed 22 October 2025
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে শুভঙ্কর চট্টোপাধ্যায়

maro news
কবিতায় স্বর্ণযুগে শুভঙ্কর চট্টোপাধ্যায়

১| মন রেখেছি অসম্ভবে

আমার ভালবাসার মেয়ে তোমার সঙ্গে শুতো ? এসব বলে কী'ই বা হবে মন রেখেছি অসম্ভবে, আমার প্রেম অযোনিসম্ভূত।
তোমার সঙ্গে কাটিয়েছিলাম বর্ষা,কিছু শীতও কী এসে যায় শরীর-মনে, বাঁচা-মরার সন্ধিক্ষণে- আমার প্রেম বাক্যমনাতীত।

২| ছদ্মবেশ

ভালবাসার ছদ্মবেশে মিথ্যে পাশে বসে, আদর করে বিছিয়ে দেয় স্নেহের শীতলপাটি, এর চেয়ে তো ঘৃণাও ভাল, শঠতা নেই তাতে, অতর্কিতে যায় না সরে পায়ের নিচে মাটি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register