ছেলের ট্যাবে পার্থ আর দেবারতির পরস্পরের ম্যাসেজগুলো একের পর এক দ্রুত ডিলিট করে চলেছিল হিয়া। পরিষ্কার হয়ে যায় তার কাছে গত আট মাসে পার্থর ব্যবহারের কার্যকারণ সূত্র। সংসারের প্রতি চরম উদাসীনতা, সামান্য কারণে রেগে ওঠা ---- সব, সবটা। অসহায় হিয়া কপালের দু পাশের রগ দুটো চেপে ধরে। একেই সম্ভবত বলে 'ধর্মের কল বাতাসে নড়ে।' মেসেজ গুলো যেন দু বছর আগে তার আর সুমনের সম্পর্কের পুনরাবৃত্তি। সে তো পেরেছিল নিজের ভুল বুঝে সম্পর্কের সব সুতো ছিঁড়ে বেরিয়ে আসতে। পার্থ পারবে কি?
0 Comments.