- 10
- 0
ওতো আজ প্রকৃতির এই রূপে পাগল হয়ে আমার পাশে চুপিসারে বসে পড়েছে। নির্জন অরণ্য আর নিস্তব্ধ গ্রাম,দূর থেকে ভেসে আসা জন্তুর আর্তনাদ,শাল ফুলের সুবাস আর থেকে থেকে কুসুম গাছের শিরশির হাওয়া মনকে যেন পাগল করে তুলছে। গোটা জামুয়ানি গ্রাম যেন আজ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। ওই দূরের শাল গাছের মাথায় ফুল গুলো যেন ফসফরাসের মতো জ্বলছে। আর এই পাগল করা প্রকৃতির মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে জামুয়ানি গ্রাম। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে মাঝ রাত অতিক্রান্ত, এবার যেতে হবে ঘুমের দেশে। অগত্যা আর দেরি না করে গোবিন্দ জির মাটির ঘরে কম্বল চাঁপা দিয়ে নিশ্চিন্তে ঘুম।
0 Comments.