কবিতায় বলরুমে শেখর কর
উপশম
এসো নিরালম্ব
দিনশেষের গান গেয়ে
বিছিয়ে রেখেছি নিবৃত্তি
এসো নির্মোহী
দুু'দণ্ড প্রহর দিয়ে যাও
মুখোমুখি শূন্যনীল
এসো অনিকেত
ছায়া নিয়ে ডানায়
ওমে বেঁধেছি ঘর
কবোষ্ণ গোপনে
উড়ান ক্লান্তি মেখে
সত্যি কথার অন্ধকারে
এসো মিলনের উপশমে...
0 Comments.