Sun 26 October 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে উজ্জ্বল সামন্ত

maro news
কবিতায় বলরুমে উজ্জ্বল সামন্ত

অভিমানী মেঘ

অভিমানী মেঘ ক্ষণিকের অতিথি, ভাসে আকাশের বুকে, হয়তো এখনই ঝড়ে পড়বে ধূলার এই ধরণীতে। শিলাবৃষ্টি বা মুষলধারায় ধুইয়ে দেবে যত ময়লা ধূলো, অভিমানী মেঘ ই জানে কত জল জমে আছে তার বুকে! আসমানী মেঘের অভিমান শুধুই কি আকাশ জুড়ে, বৃষ্টির সাথে কান্না মিশছে কখনো কেউ খোঁজ রাখে? আর্তনাদ গর্জনে মেশে, বিদ্যুতে আলোর ঝলকানি, প্রলয়ের আশঙ্কায় প্রকৃতি, মেঘেদের কানাকানি।। ফোঁটায় ফোঁটায় বৃষ্টির উল্লাস, মেঘেরা কেন অশান্ত? মন কি অবুঝ ? বুঝবেনা কেউ, মেঘেরও কান্না আসে! শরীর যেমন ভাঙে, মনও ভাঙে‌ নি:শব্দে ! মন ও মস্তিষ্কের টানাপোড়েন, সম্পর্কের ভাঙনে।। অব্যক্ত যন্ত্রণা,ক্ষত শুধু স্মৃতি হয়ে মনের গভীরে, নিজের সাথে নিজের অদৃশ্য লড়াই ,একান্তে। মনের আকাশে পুঞ্জিভূত অভিমানী কালো মেঘ, কখন‌ না‌ জানি ভেঙে পড়বে আকাশের বুক চিরে।। বৃষ্টির ফোঁটা কান্নায় মিশে যাবে, দেখবে না কেউ, শুধু সাক্ষী থাকবে আকাশ ,বাতাস, আর চিবুকের অস্পষ্ট চিহ্ন! জীবন বড় জটিল অঙ্ক সমাধান খোঁজার অবকাশ, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রোজনামচায় দীর্ঘশ্বাস।। অনুযোগ কখন অভিযোগ হয়ে সম্পর্ক কঙ্কালসার, প্রতিশ্রুতি খোলস ছেড়ে বেড়িয়ে সম্পর্ক কিনারায়। কান্নায় ভারী হয়ে উঠছে এককালের সুখী গৃহকোণ, সম্পর্কের সমাপতনে ভালোবাসা আজ মৃতপ্রায়।। স্বপ্ন গুলো, কেমন যেন কালো হয় নিকোটিনে পুড়ে, অপরিচিত মনে হয় হৃদস্পন্দন, শুধু তোমারই জন্য । শেষ নিঃশ্বাসে, চোখের তারায় তোমার ছবি ভেসে উঠবে সুখস্মৃতি ,শুধুই তোমায় মনে পড়বে, লড়তে লড়তে মিশে যাবে কোন এক গোধুলীর ধূলোয়, আগুনের শিখায় ভালবাসার মানুষ, অবশেষে একমুঠো চিতাভষ্মে ! অশ্রসজল চোখ ধুইয়ে দেবে বৃষ্টির শত ফোঁটায়, বৃষ্টির সাথে কান্না মিশে ভালোবাসা স্মৃতি রোজনামচায় ...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register