Sun 26 October 2025
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে রথীন পার্থ মণ্ডল (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় স্বর্ণযুগে রথীন পার্থ মণ্ডল (গুচ্ছ কবিতা)

উনিশটি পঞ্চবাণ কবিতা

১. মায়ার টানে

হারিয়ে যাবার কিছু নেই আজ হারিয়ে ফেলারও কিছু নেই আজ দেবারও কিছু নেই, নেই রাখারও যাবারও কিছু নেই, নেই আসারও তবু ফিরতেই হয় মায়ার টানে।

২. পার্থক্য খোঁজা

ছায়ায় ছায়ায় ঢেকে রাখো তুমি ঢেকে রাখো আমার সমস্ত ক্লান্তিকে তোমার আঁচলে, তোমার ভালোবাসার মায়ায় মায়ায় রাখি না দেখা বোঝাকে জন্মদাত্রী পালনদাত্রীর অবুঝ পার্থক্য খোঁজাকে।

৩. হারিয়ে ফেলার ভয়

ভাসতে চাইলে ভেসে চলে যায় হাসতে চাইলে হেসে চলে যায় কাঁদতে চাইলে কেঁদে চলে যায় জিততে চাইলে জিতে চলে যায় লুকোনো যায় হারিয়ে ফেলার ভয়?

৪. বয়ে চলা

ভাসতে ভাসতে ফিরতে চাই পাড়ে সাঁতরাতে সাঁতরাতে যেতে চাই ওপারে জলেই খেলে যাই কত খেলা জলেই কেটে যায় কত বেলা নদী বয়ে যায় মৃত্যুর দিকে।

৫. রেখে যাওয়া

রোজই আকাশে উড়ে যায় পাখি উড়ে যায় নিরুদ্দেশে, করে ডাকাডাকি দল বেঁধে যায়, বাঁধে ঘর রাখে স্বপ্ন, রেখে যায় ভবিষ্যৎ সবাই কি রেখে যায় অতীতকে?

৬. অব্যক্ত কথারা

কেউ না শুনুক আমি শুনি শুনতে পাই হাওয়ার অব্যক্ত কথাকে যে কথা বলে তোমার কথা আমার কথা, সাধারণ মানুষের কথা সবাই কি শোনে অব্যক্ত কথাকে?

৭. অপেক্ষা

থাকার জন্য অপেক্ষায় আছি আজও আসার জন্য অপেক্ষায় আছি আজও হাত ধরার জন্যও অপেক্ষায় আছি হাত ছাড়ার জন্যও অপেক্ষায় আছি আমি তো আছি, অপেক্ষায় নেই।

৮. নীরব আমিকে

আজও আমি খুঁজি আমার আমিকে খুঁজে বেড়াই নিজের মনে, ভাবনায় ভাবা শেষে শেষ হয় প্রজন্ম প্রজন্ম আজও খুঁজে বেড়ায় নিজেকে আমি শুধু খুঁজি নীরব আমিকে।

৯. সব পাওয়া

কথা বলতে বলতে বাকি থাকে কথা শুনতে শুনতে বাকি থাকে সুর ভাঁজতে ভাঁজতে বাকি থাকে সুর শুনতে শুনতে বাকি থাকে সবই পাই কখন বলতে পারো?

১০. বাকির কাছে

কথা বাকি থাকে কথার কাছে মন বাকি থাকে মনের কাছে ধার বাকি থাকে ধারের কাছে অচেনা বাকি থাকে চেনার কাছে বাকি কি থাকে বাকির কাছে?

১১. ভুলেছি খেলা

চেনা মানুষ অচেনা হয়ে যায় অচেনা মানুষ চেনা হয়ে যায় চেনা অচেনার খেলা খেলতে খেলতে মানুষ চিনতে পারার খেলা ভুলেছি নিজেকে চেনার খেলা ভুলেছি কি?

১২. হারা জেতার খেলা

চিনতে চিনতে আর কত চিনবো মানতে মানতে আর কত মানবো হারতে হারতে আর কত হারবো জিততে জিততে আর কত জিতবো হারা জেতার খেলা কত খেলবো?

১৩. ফেরা

জীবন ফিরে যায় জীবনের কাছে মৃত্যু ফিরে যায় মৃত্যুর কাছে রাজা ফিরে যায় রাজার কাছে সবাই ফিরে যায় নিজের কাছে আমি কি ফিরি আমার কাছে?

১৪. জড়ো হয় সময়

খুচরোর মাঝে জড়ো হয় জীবন জীবনের মাঝে জড়ো হই আমি আমার মাঝে জড়ো হও তুমি তোমার মাঝে জড়ো হয় প্রেম প্রেমের মাঝে জড়ো হয় সময়।

১৫. সুর

আজও বেজে যায় আগমনীর সুর আজও বেজে যায় বিদায়ের সুর ভৈরবীর সুর তো বাজতেই থাকে বেজে যায় রোজ বৈধতা- অবৈধতা শুনতে কি পাই মহাকালের সুরকে?

১৬. চিনতে চাওয়া

মানুষকে চিনতে চাই মানুষের কাছে বিশ্বাসকে চিনতে চাই বিশ্বাসের কাছে প্রেমকে চিনতে চাই প্রেমের কাছে বিরহকে চিনতে চাই বিরহের কাছে নিজেকে কি চিনি নিজের কাছে?

১৭. মালিক

দেখার মালিক কি সবাই হয়? শোনার মালিক কি সবাই হয়? কাজের মালিক তো কাজই হয় সবার মালিক তো সবাই হয় মহাকালের মালিক কি কেউ হয়?

১৮. নত হয়েছি

পৃথিবীর কাছে নত হই রোজ সময়ের কাছে নত হই রোজ তোমার কাছে নত হই রোজ প্রকৃতির কাছে নত হই রোজ নিজের কাছে ঝুঁকতে পারলাম কই?

১৯. ভেবে যাওয়া

(রাজকুমার আচার্যের স্মৃতিতে) কথা রাখবে না কখনো ভাবিনি সাথে হাঁটবে না কখনো ভাবিনি কবিতা আসবে না কখনো ভাবিনি জীবনে হারবে না কখনো ভাবিনি ফিরবে না তুমি কখনো ভেবেছি?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register